Logo Logo

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি বর্ধিত


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের প্রায় ১ বছর পর জবি শাখা ছাত্রদলের এ বর্ধিত কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।


বিজ্ঞাপন


আজ রবিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ২২২ জনকে আহ্বায়ক সদস্য করা হয়েছে।

এবিষয়ে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদলের একটি বড় ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।এখানে ৯টি গ্রুপ সক্রিয় রাজনীতি করে। আর বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীরা ছাত্রদল করতে চায়।সুতরাং আমরা সকলকে রাজনীতি করার সুযোগ করে দিতে চাই।

এর আগে, গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছিল। আহ্বায়ক কমিটি গঠনের ৫১ দিন পর এবছরের ১৩ ফেব্রুয়ারী ৪৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...