Logo Logo

কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমি সুপারভাইজার জসীমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, মোদাচ্ছের হোসেন ঠাকুরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এর আগে সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, কোটালীপাড়া থানা, কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...