Logo Logo

বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত


Splash Image

প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে অনুপ্রবেশ ঠেকাতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ভারতের সীমান্ত সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে দেশটির কেন্দ্রীয় সরকার। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এবং বাংলাদেশ সীমান্তের প্রায় ৮০ শতাংশ এলাকায় ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে ভারত।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার প্রশ্নোত্তর পর্বে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ২,২৮৯.৬৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ২,১৩৫.১৩৬ কিলোমিটার বা ৯৩.২৫ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ৪,০৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ৩,২৩৯.৯২ কিলোমিটার বা ৭৯.০৮ শতাংশ এলাকাতেও এই বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

নিত্যানন্দ রায় আরও জানিয়েছেন, ভারতের মিয়ানমারের সঙ্গে ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ৯২৪.২১৪ কিলোমিটার এলাকায় কাজ শেষ হয়েছে।

ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন ও মালদ্বীপ—এই আট দেশের স্থল ও জলসীমান্ত রয়েছে। স্থল সীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য ১৫,১০৬.৭ কিলোমিটার এবং জলসীমান্ত ৭,৫১৬ বর্গকিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ।

লোকসভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সীমান্তে কড়াকড়ি আরোপে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...