বিজ্ঞাপন
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, গাজীপুরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দীন ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, গাজীপুর এর সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও বৈধ উপায়ে বিদেশগমন নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান এবং প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...