Logo Logo

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত


Splash Image

ছবি : সংগৃহিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চূড়ায় এক শক্তিশালী বজ্রপাতের ঘটনা ঘটেছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম বজ্রপাতের এই চাঞ্চল্যকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে দুবাইয়ে শুরু হওয়া টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়ার প্রলয়ংকরী আবহাওয়ার মধ্যেই এই প্রাকৃতিক দৃশ্যটি ধরা পড়ে। ১৬৩ তলা বিশিষ্ট ২ হাজার ৭১৭ ফুট উচ্চতার এই বিশাল ভবনে বজ্রপাত হলেও এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

বুর্জ খলিফার নকশা এমনভাবে করা হয়েছে যে এটি বজ্রপাত অনায়াসেই প্রতিরোধ করতে পারে, ফলে আকাশচুম্বী এই স্থাপনাটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ছবিটির পাশাপাশি শহরটির বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি উল্লেখ করেন যে, সামনের দিনগুলোতে দুবাইয়ে আরও অধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) জানিয়েছে যে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দুবাইসহ সংলগ্ন অঞ্চলে এই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই অস্থির পরিস্থিতি এবং আকস্মিক বজ্রপাতসহ বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, মরুভূমির শহর দুবাইয়ে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার এমন পরিবর্তন ও ভারী বর্ষণ জনজীবনে কিছুটা প্রভাব ফেললেও বুর্জ খলিফার মতো আধুনিক প্রকৌশলগত বিস্ময়গুলো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম হিসেবে তৈরি করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...