Logo Logo

মুকসুদপুরে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার বাটিকামারী হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৭৯৮ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আসিক কবির, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ, বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও হল সুপার শিশির মণ্ডল, হল কন্ট্রোলার নিরঞ্জন পালসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন বলেন, “অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে সেরা ৭০ জন মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেককে এককালীন মেধাবৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে।”

তিনি আরও জানান, গত চার বছর ধরে নিয়মিতভাবে এ মেধা বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এই বৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষাবান্ধব এই উদ্যোগে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...