বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশিয়ালিয়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে কাশালিয়া গ্রামের আঃ ছামাদ ফকিরের ছেলে নওয়াব আলী ফকিরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, অনুমতি ব্যতীত ফসলী জমি হতে মাটি উত্তোলন করায়, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...