Logo Logo

মাদক সেবনের অভিযোগে কলাপাড়ায় ৪ যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের অভিযোগে চার যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ প্রত্যেককে ১০০ টাকা করে দন্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।


বিজ্ঞাপন


আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ইয়াসীন সাদেক'র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো মো. আব্বাস (৩০), মো. শাকিল (৩৬),মো. ওসমান (২৯) এবং মো. আল আমিন (৩০)।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের বিনামাকাটা নামক স্থানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, গ্রেফতারকৃত চার যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে প্রত্যেককে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...