Logo Logo

১০ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর সংবাদ সম্মেলন করে ১০ আওয়ামী লীগ নেতাপদত্যাগের ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


আজ আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংবাদ সম্মেলনে করেতারা একযোগে স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণাদেন।

এরা সবাই মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির বিভিন্ন পদে ছিলেন।

এরা হলেন, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়কসম্পাদক সাগর বাগচী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়রসহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশগোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশিরবাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রঞ্জন গাইন।

সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতার স্বাক্ষরিত লিখিত বক্তব্যপাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়কসম্পাদক সাগর বাগচী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ থেকে আমরাসবাই একযোগে আওয়ামী লীগের সব পদ পদবী ও কর্মকাণ্ড থেকেঅন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...