বিজ্ঞাপন
গতকাল রাতের দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলা, আদালতের পরোয়ানা ও মাদকসংক্রান্ত মামলার আসামিরা রয়েছেন। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...