Logo Logo

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা ও সাংবাদিক ইমরান হক মিলন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন


Splash Image

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ইমরান হক মিলনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রথম আলো বন্ধুসভা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো: আবুল কাশেম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান, সাবেক সভাপতি মো. মমতাজ আহম্মেদ বাপী, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুন ব্যানাজি, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানাজি সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য চরম হুমকি। সাংবাদিক ইমরান হক মিলন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং সব হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...