Logo Logo

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার


Splash Image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা এবং মরদেহে আগুন ধরানোর ঘটনায় র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)কে গ্রেপ্তার করা হয়। এর আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী সোমবার ভালুকা আমলি আদালতে রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছে জেলা আদালতের পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতের দিকে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহে আগুন ধরানো হয়। ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অপরাধ করলেও আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই র‌্যাব ও পুলিশের অভিযানে অনেকেই গ্রেপ্তার হয়েছেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিহতের বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাস দাবি করেছেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দিপুকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে। তারা বলেন, দিপু শিক্ষিত ও ধর্ম সচেতন ছিলেন এবং তিনি কখনও এমন কাজ করতে পারেন না।

নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...