বিজ্ঞাপন
র্যাব-১০ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে একটি ফোন কল পেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রতন শেখ। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানাধীন ডিগ্রীরচর নমডাঙ্গীর ডকইয়ার্ড সংলগ্ন পদ্মা নদী থেকে রতনের মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী।
তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২৫ জুলাই রাত ৪টার দিকে অজ্ঞাতনামা আসামিরা পরিকল্পিতভাবে রতন শেখকে হত্যা করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ৫৮, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০-এর কাছে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে গতকাল রবিবার বিকেল ৫:৩০ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-২ (শ্রীনগর) এবং সিপিএসসি (লালবাগ) ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে শ্রাবণকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত শ্রাবণ (২৮) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ফরিদাবাদ এলাকার ফরহাদ শেখের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...