বিজ্ঞাপন
ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানার শ্রমিক দীপু দাসকে ভিত্তিহীন ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনাটি আমাদের সমাজের নিরাপত্তার চরম ভঙ্গুরতাকে নির্দেশ করে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া একজন সাধারণ শ্রমিককে যখন রাজপথে এভাবে জীবন দিতে হয়, তখন রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অনিবার্য হয়ে পড়ে। দীপু দাসের এই মৃত্যু কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি সাধারণ মানুষের নিরাপত্তার ওপর এক চরম আঘাত।
অন্যদিকে, লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ইউনুস পাটোয়ারীর শিশু কন্যা আয়েশাকে ঘরে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার চরম বহিঃপ্রকাশ যখন একটি নিষ্পাপ শিশুর প্রাণের বিনিময়ে ঘটে, তখন বুঝতে হবে সমাজ ও নৈতিকতার কতটা অবক্ষয় ঘটেছে। এই অবর্ণনীয় পৈশাচিকতা কেবল একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং পুরো দেশের বিবেককে দগ্ধ করেছে।
এই দুটি ঘটনার প্রেক্ষিতে দৈনিক ভোরের বাণী দ্ব্যর্থহীন কণ্ঠে জানাচ্ছে যে— হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ঘাতককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অতীতের মতো কোনোভাবেই যেন এই অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় পার পেয়ে না যায়, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। সেই সাথে রাজনৈতিক অস্থিরতা বা ব্যক্তিগত শত্রুতার জেরে যাতে আর কোনো মা-বাবার কোল খালি না হয়, সেজন্য কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দীপু দাস এবং লক্ষ্মীপুরের শিশু আয়েশার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। একই সাথে প্রশাসনের কাছে দাবি— বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...