Logo Logo

ভোলার লালমোহনে ৫০০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ নাইম আটক


Splash Image

ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ নাইম (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর কচ্ছপিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাইম লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার জিয়াউল হকের ছেলে। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি বিশেষ টিম চর কচ্ছপিয়া এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার সকালে চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে নাইমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...