Logo Logo

ধর্ম অবমাননার অভিযোগে দিপু দাস হত্যা ও পুড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন


Splash Image

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও মৃতদেহকে আগুনে পুড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সেই সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর)বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা দিপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ড ও প্রকাশ্যে তার মরদেহ পুড়ানোর তীব্র নিন্দা জানান এবং ঘটনার সময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহ্বায়ক অশোক কুমার সরকার, রাজবাড়ী পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ বাণী, আমতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি পরিমল সরকার, হরিজন ঐক্য পরিষদের আহ্বায়ক রাজেশ কুমার মণ্ডলসহ সংগঠনের নেতাকর্মীরা।

স্বপন বিশ্বাস, রাজবাড়ী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...