Logo Logo

পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার


Splash Image

খুলনার পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত আসামির নাম রুমা আক্তার (২০)। তিনি পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরল গ্রামের রহমত আলী গাজীর মেয়ে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পাইকগাছা পৌর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুমা আক্তারের বিরুদ্ধে ২০১৪ সালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই রুমা আক্তার দীর্ঘ দিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, খুলনা জেলা পুলিশ সুপার ও পাইকগাছা থানার ওসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, "দণ্ডপ্রাপ্ত আসামি রুমা আক্তার দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।"

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...