Logo Logo

শুভ বড়দিনে রঙিন আলোয় সেজে উঠেছে নীলফামারীর খ্রিস্টানপল্লি


Splash Image

যিশু খ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে নীলফামারীর খ্রিস্টানপল্লিগুলোতে এখন উৎসবের আমেজ। বর্ণিল সাজ, আলোকসজ্জা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বশান্তির দূত যিশুকে বরণ করে নিতে প্রস্তুত জেলার প্রতিটি পল্লি ও গির্জা।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা গেছে, বড়দিনকে কেন্দ্র করে নীলফামারীর প্রতিটি খ্রিস্টানপল্লি সেজেছে নতুন রূপে। প্রতিটি ঘরবাড়ি রঙিন কাগজ, জরি এবং বাহারি বাতি দিয়ে সাজানো হয়েছে। বিশেষ করে গির্জা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় করা হয়েছে নান্দনিক আলোকসজ্জা। সন্ধ্যার পর পুরো এলাকা যখন আলোর খেলায় মেতে ওঠে, তখন এক মায়াবী ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে পল্লিতে পল্লিতে চলছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে নগর কীর্তন, ক্রিসমাস ট্রি সাজানো এবং ধর্মীয় সংগীতানুষ্ঠান। এ ছাড়া একে অপরের সঙ্গে উপহার বিনিময় ও শিশুদের জন্য বিশেষ আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। বড়দিনের মূল দিনে গির্জায় বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা।

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা জানান, বড়দিন মানেই আনন্দ, প্রেম আর ক্ষমার উৎসব। যিশু খ্রিস্টের জন্মদিনের এই আয়োজন মূলত শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস। তাদের মতে, বড়দিন শুধু খ্রিস্টানদের নয়, বরং এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে ভালোবাসা বিনিময়ের একটি মিলনমেলায় পরিণত হয়েছে।

বড়দিনের মূল দিনে বিশেষ প্রার্থনার পাশাপাশি প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরিকল্পনা রয়েছে সবার। নীলফামারীর এই উৎসবকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...