বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারী শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই শতাধিক হতদরিদ্র, এতিম ও বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ (পিপিএম)।
এছাড়াও উপস্থিত ছিলেন রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাফুজুর রহমান খান, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, হাসান রাব্বি প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরাঞ্চলে প্রতি বছর শীতের প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সুশীল সমাজকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা। খাজা মিয়া নামে এক বৃদ্ধ বলেন, "শীতের কারণে কাজকাম কমে গেছে, খুব কষ্টে দিন যাচ্ছিল। বিনামূল্যে এই কম্বলটা পেয়ে আজ শান্তিতে ঘুমাতে পারব।" দিনমজুর মুন্না জানান, ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যরাও এগিয়ে এলে জেলার দরিদ্র পরিবারগুলোর অনেক উপকার হবে।
উল্লেখ্য, ট্রাই ফাউন্ডেশন প্রতি বছরই নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করে আসছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...