Logo Logo

নীলফামারীতে দাঁড়িয়াবান্দা-ডাংগুলি-বউচি ও গোল্লাছুট প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

নীলফামারীতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও হারিয়ে যেতে বসা খেলাধুলা—দাঁড়িয়াবান্দা, ডাংগুলি, বউচি ও গোল্লাছুট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে এসব খেলার চর্চা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার প্রসেন জিৎ দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, বউচি ও গোল্লাছুট খেলায় বারুণীরডাঙ্গা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে দাঁড়িয়াবান্দা ও ডাংগুলি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে দারুল হুদা উচ্চ বিদ্যালয়।

তিনি আরও জানান, “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫কে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা পর্যায়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।”

এছাড়াও অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪০ জন প্রতিযোগীর মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার এমন আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...