বিজ্ঞাপন
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, “রাজধানীতে বিস্ফোরণ হয়েছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয় রয়েছে। সবাইকে শেল্টারে থাকার অনুরোধ জানানো হচ্ছে।”
একই সঙ্গে ইউক্রেনের বিমানবাহিনী দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের দিকে ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে।
বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, তিনি একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি উঠতে দেখেছেন, যা হামলার তীব্রতার ইঙ্গিত দেয়।
এই হামলা এমন এক সময় ঘটল, যখন আগামী রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের ঠিক আগমুহূর্তে রুশ সেনাদের এ বড় ধরনের হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এর আগে শুক্রবার রাশিয়া অভিযোগ তোলে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা ‘নস্যাৎ’ করার চেষ্টা করছেন।
এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি চুক্তির ২০ দফা খসড়া প্রস্তুত করেছেন। খসড়ায় বলা হয়েছে, উভয় দেশ এতে সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে। চুক্তি অনুযায়ী, রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে বর্তমানে অবস্থান করছে, সেখানেই থাকবে। অন্যদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে। ওই অঞ্চলগুলোকে পরবর্তীতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও খসড়ায় উল্লেখ রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...