Logo Logo

নীলফামারীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবলের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু


Splash Image

‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল’ প্রতিযোগিতার জন্য চূড়ান্ত বাছাইকৃত ৩০ জন ক্ষুদে ফুটবলারকে নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অনূর্ধ্ব-১৪ (বালক) পর্যায়ের এই খেলোয়াড়দের দক্ষ করে তুলতেই জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগ।


বিজ্ঞাপন


শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভা প্রশাসক সাইদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রশিক্ষণের জন্য এর আগে একই মাঠে ছয়টি দল থেকে ৬৬ জন প্রতিভাবান ক্ষুদে ফুটবলার বাছাই প্রক্রিয়ায় অংশ নেন। সেখান থেকে তাদের নৈপুণ্যের ভিত্তিতে সেরা ৩০ জনকে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এই ৩০ জন খেলোয়াড়ের হাতে জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ শেষে এই ৩০ জনের মধ্য থেকে সেরা ৫ জনকে নির্বাচন করা হবে। তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায় থেকে একটি শক্তিশালী দল গঠন করে জাতীয় পর্যায়ের ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবলে’ অংশ নেবে নীলফামারীর এই প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা জজ আদালতের সরকারি কৌশুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন, ফেরদৌস আলম ও মীর আহমেদ বাবু। এছাড়াও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম অনুষ্ঠানে অংশ নেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সক্রিয় সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি ও জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...