বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা (আম্বইল) গ্রামের মো. আব্দুল মালেক মাস্টার (৪৫) এবং সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের মো. শাহাদত হোসেন (৫৯)। আব্দুল মালেক মাস্টার ওই গ্রামের ছলেমান ওরফে সোলায়মান আলীর ছেলে। অন্যদিকে, শাহাদত হোসেন মৃত চান্দুল্লাহ শেখের ছেলে এবং সুঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল মালেক মাস্টার ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলার ১৩১ নম্বর এজাহারভুক্ত আসামি।
অপরদিকে, শাহাদত হোসেনের বিরুদ্ধে শেরপুর উপজেলার গোসাইবাড়ীতে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
শেরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...