Logo Logo

নীলফামারীতে সাংবাদিকদের সাথে বেগম জিয়ার ভাগ্নে "তুহিনের" শুভেচছা বিনিময়


Splash Image

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারীর সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন।


বিজ্ঞাপন


রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত এই সভায় তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে সুন্দর, ডিজিটাল ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের এই জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। ন্যায় ও জনগণের পক্ষে থেকে কাজ করে নীলফামারীকে একটি উন্নয়নশীল জেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।

ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “রাজনীতিতে ধর্মীয় বিভাজন ও উগ্রতা থেকে দূরে থাকতে হবে। ধর্মীয় বা উগ্র রাজনৈতিক চিন্তাধারা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।” তিনি সম্প্রীতি, সহনশীলতা ও গণতান্ত্রিক রাজনীতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, বিএনপি নেতা ফরহানুল হক, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সাবেক সভাপতি তাহমিদ হক ববি, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...