Logo Logo

গফরগাঁওয়ে 'অগ্নিবীণা এক্সপ্রেস' লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


Splash Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত উপড়ে ফেলার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকাগামী আন্তঃনগর 'অগ্নিবীণা' এক্সপ্রেস। দুর্বৃত্তদের নাশকতামূলক এই কর্মকাণ্ডে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে বর্তমানে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হয়। রাতের আঁধারে দুর্বৃত্তরা লাইনের প্রায় ১৫ ফুট পাত তুলে ফেলায় ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। তবে বড় ধরনের ঝুঁকি থাকলেও এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রায় ১৫ ফুট রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।"

রেলওয়ে বিভাগ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার জোর প্রচেষ্টা চলছে। নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...