Logo Logo

ইসলামী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সভাপতি বাপ্পী, সম্পাদক সাজু


Splash Image

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মুহাম্মাদ ফয়জুর রহমান বাপ্পী এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হাফিজ সাজু নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের আইসিএবি মিলনায়তনে আয়োজিত জেলা সম্মেলনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিদায়ী জেলা সভাপতি মুহাম্মাদ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক বিন আজিজের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতান মাহমুদ বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২০২৬ সেশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ ফয়জুর রহমান বাপ্পী মুঠোফোনে দৈনিক ভোরের বাণী-র জেলা প্রতিনিধিকে বলেন, "সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে কাজ করব। একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।"

নতুন এই নেতৃত্ব নীলফামারী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...