Logo Logo

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ


Splash Image

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, মহামান্য রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব (ভারপ্রাপ্ত) প্রদান করেছেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে তার অব্যাহতিপত্র জমা দেন। মূলত রাজনৈতিক কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঝিনাইদহ-১ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন আসে। ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

তারই ধারাবাহিকতায় ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রায় পাঁচ মাস দায়িত্ব পালনের পর তার উত্তরসূরি হিসেবে এখন দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আরশাদুর রউফ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...