বিজ্ঞাপন
স্থানীয় সময় বুধবার মধ্যরাতে সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রানস মোন্টানার ‘লে কন্সটেলেশন’ নামক একটি মদের দোকানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটের উৎসবে যখন সবাই মত্ত ছিলেন, ঠিক তখনই রাত ১টা ৩০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর পরই সেখানে দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। হতাহতদের স্বজনদের তথ্য সহায়তার জন্য জরুরি বুথ খোলা হয়েছে।
হতাহতের সঠিক সংখ্যা নিয়ে এখনো কাজ করছে প্রশাসন। তবে আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিসতে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে, দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি ব্লিক একজন চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে।
অপর একটি সূত্র সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, "হতাহতের সংখ্যা ভয়াবহ। প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০০ জন।"
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের ভেতরে চলা কনসার্টে ব্যবহৃত আতশবাজি বা পায়রোটেকনিকস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এখনই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনার পর পরই ক্রানস মোন্টানা এলাকায় 'নো ফ্লাই জোন' ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পর্যটন কেন্দ্রটিতে বর্তমানে শোকাবহ ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...