বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং সেরা কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও প্রযুক্তিনির্ভর, মানবিক ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ কার্যক্রমে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন কর্মকর্তা ও তিনজন ইউনিয়ন সমাজকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত কর্মকর্তারা হলেন—শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন, নীলফামারী হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নুরুন্নাহার নুরী এবং জলঢাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। ইউনিয়ন সমাজকর্মীদের মধ্যে সম্মাননা পান নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী কাওছার বেগ, কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আরিফুর রহমান এবং ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস বিন্তি।
অনুষ্ঠান শেষে সম্মাননা ও চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...