Logo Logo

নীলফামারীতে বুড়ি তিস্তার মামলার প্রতিবাদে মশাল মিছিল


Splash Image

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননে বাধা, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ৭০০ কৃষক ও এলাকাবাসীর নামে মামলা দায়েরের প্রতিবাদে মশাল মিছিল করেছে স্থানীয়রা।


বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সহস্রাধিক মানুষ বুড়ি তিস্তা এলাকায় মশাল মিছিল বের করেন। এর আগে নীলফামারী জলঢাকা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাতে মামলা নম্বর ৪ এবং শনিবার (৩ জানুয়ারি) সকালে মামলা নম্বর ৫ দায়ের করেছেন পানি উন্নয়ন বোর্ডের জলঢাকা কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী। মামলায় ১৯ জন নামীয় ও ৩০০ অজ্ঞাত এবং অন্য মামলায় ২২ জন নামীয় ও ৩৫০ অজ্ঞাতসহ মোট ৬৯১ জনকে আসামী করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

মামলায় বলা হয়েছে, বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খনন সরকারের উন্নয়নমূলক কাজ। ওই কাজে বাধা দিয়ে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকারীরা ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ দুই দফায় হামলা চালায়। হামলায় সংরক্ষিত এলাকার আনছার ক্যাম্প এবং ঠিকাদারী কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ভাঙচুর ও লুটপাট করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, এটি পূর্ব পরিকল্পিত ও সংগঠিত হামলা।

এদিকে মামলার প্রতিবাদে কৃষকরা বলছেন, “তাদের বাপদাদা আমলের তিন ফসলি জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। ডিমলা ও জলঢাকার বিভিন্ন মৌজায় প্রায় ৯৫৭ একর তিন ফসলি জমি এবং ১৬০ একর জমিতে জনবসতি ও সরকারি স্থাপনা রয়েছে, যেখানে কৃষকরা ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...