Logo Logo

ফেনীতে সিআইপি এম শাখাওয়াত খানের উদ্যোগে ক্যান্সার রোগীকে নগদ টাকা ও শীতবস্ত্র উপহার প্রদান


Splash Image

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়া এলাকায় ক্যান্সার রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান এবং বিভিন্ন এতিমখানা ও গরিব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কাতার প্রবাসী সিআইপি এম সাখাওয়াত খান।


বিজ্ঞাপন


এ উপলক্ষে এম এস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (তারিখ উল্লেখযোগ্য নয়) পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়া খান বাড়ির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এস খাঁন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইদ্রিস খান। মুফতি আবদুল খালেকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, এলাহীগঞ্জ ইসলামীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. ইব্রাহিম, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন নওশাদ, পল্লী চিকিৎসক নুরুল হক এবং পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচগাছিয়া ইউনিয়নে অনেক বিত্তবান ব্যক্তি থাকলেও তারা স্থানীয় অসচ্ছল ও অসহায় মানুষের পাশে তেমনভাবে দাঁড়ান না। অথচ ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খান সিআইপি প্রতিবছরের মতো এ বছরও শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, একজন দানবীর কোন রাজনৈতিক দলের সমর্থক—তা না দেখে তার মানবিক কাজের মূল্যায়ন করা উচিত। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত মানবিক মানুষের পরিচয়।

উপহার সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ এম এস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার রোগীর স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...