বিজ্ঞাপন
ট্রাম্প গ্রিনল্যান্ডকে একটি ‘অত্যন্ত কৌশলগত’ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, অঞ্চলটি বর্তমানে রাশিয়া ও চীনের জাহাজ দ্বারা ঘিরে রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের জন্য নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো ‘পদক্ষেপ’ নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তবে তিনি স্বীকার করেন, ডেনমার্ক এ বিষয়ে সমর্থন দেবে না।
মার্কিন প্রেসিডেন্ট আরও যুক্তি দেন, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে তা বৃহত্তর পশ্চিমা স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত হবে। নিরাপত্তার বিবেচনায় অঞ্চলটি যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ডের ‘সার্বভৌমত্ব হস্তান্তর’ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হলে তা প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...