Logo Logo

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর


Splash Image

ছবি : সংগৃহিত

চুরি করতে ঘরে ঢোকার সময় এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ভেন্টিলেটরের ছিদ্রে আটকে পড়ে এক চোর। প্রায় ১০ ফুট উচ্চতায় মাথা ও হাত ঘরের ভেতরে এবং পা বাইরে ঝুলন্ত অবস্থায় আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে ভারতের রাজস্থানের কোটা শহরে এ অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এনডিটিভির খবরে জানা যায়, কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত স্ত্রীসহ মন্দিরে গেলে তাদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢোকার চেষ্টা করে চোর চক্রটি। তবে দেয়ালের এক্সজস্ট ফ্যানের ছিদ্র দিয়ে প্রবেশের সময় একজন চোর সেখানে আটকে পড়ে। বাড়ি ফিরে রাওয়াত দম্পতি এই দৃশ্য দেখে প্রথমে চিৎকার শুরু করেন।

পরিস্থিতি সামলে নিয়ে দম্পতি চোরটির কাছে জানতে চাইলে সে নিজেকে চোর হিসেবে পরিচয় দেয় এবং হুমকি দিতে থাকে। সে দাবি করে, তার কয়েকজন সহযোগী কাছেই রয়েছে এবং তাকে ছেড়ে না দিলে দম্পতির ক্ষতি করা হবে।

এরপরই রাওয়াত দম্পতি পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বাইরে এবং দুজন ঘরের ভেতর থেকে চোরটিকে টেনে বের করার চেষ্টা করছেন। এ সময় সে একটি রড ধরে ঝুলে ছিল। টানাটানির সময় ব্যথায় কাতরাতে কাতরাতে চিৎকার করলেও শেষ পর্যন্ত নিচে থাকা আরেক ব্যক্তি ধরে রাখলে সে দাঁড়াতে সক্ষম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...