Logo Logo

দৈনিক ভোরের ডাক এর উদ্যেগে ফেনীতে পত্রিকা বিপনন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ


Splash Image

দৈনিক ভোরের ডাক পত্রিকার উদ্যোগে ফেনীতে পত্রিকা বিপণন কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে এবং দৈনিক ভোরের ডাক ফেনী জেলা সংবাদদাতা ইলিয়াছ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলি স্টার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং পিআরপির চেয়ারম্যান তারিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগ্রামের প্রতিনিধি একেএম আবদু রহিম, ডিবিসি নিউজের প্রতিনিধি আবু তাহের ভূইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন আরাফাত রুবেল ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, দৈনিক স্টারলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, বন্ধুরবন্ধন ফেনীর সভাপতি তাজ উদ্দিন পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির সভাপতি কামাল উদ্দিন ভূইয়া, দৈনিক আমার দেশ প্রতিনিধি এম ইউছুপ আলী, দীপ্ত টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ফেনীর বার্তার সম্পাদক এম এ জাপর, দৈনিক ফেনীর সময় বার্তা সম্পাদক আলী হায়দার মানিক, ইত্তেফাক প্রতিনিধি হাবিব মিয়াজী এবং প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শীত মৌসুমে মানবিক সহায়তার অংশ হিসেবে ৩০ জন পত্রিকা বিপণন কর্মীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, পত্রিকা বিপণন কর্মীরা সংবাদপত্র শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা অনেক সময় অবহেলিত থাকেন। এ ধরনের উদ্যোগ তাদের পাশে থাকার একটি মানবিক দৃষ্টান্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...