Logo Logo

নোয়াখালীর মাইজদী সুপার মার্কেটে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার- ৩


Splash Image

নোয়াখালী জেলা শহরের মাইজদী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্স’-এ দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ৯ ভরি ৪ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার।


বিজ্ঞাপন


রোববার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন। এর আগে শনিবার কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আন্তঃজেলা স্বর্ণচোর চক্রের মূলহোতা মো. মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার ও চক্রের অন্যতম সদস্য মো. আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাইজদী সুপার মার্কেটের চতুর্থ তলায় ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এর শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। সেখান থেকে প্রায় ১২৭ ভরি স্বর্ণালংকার চুরি হয়। পরদিন ২ জানুয়ারি ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, চুরির পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করা হয়। শনিবার সকালে কুমিল্লার মুরাদনগর ভাঙা সড়ক এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মোর্শেদ ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার ঘর থেকে ৩ ভরি ৫ আনা ২ রতি স্বর্ণ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দিঘীর পাড় এলাকায় শিল্পীর বাসায় তল্লাশি চালিয়ে আরও ৫ ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার এ.টি.এম মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন চুরির ঘটনায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...