Logo Logo

নীলফামারীতে গ‍্যাস ডিলার ও ব‍্যবসায়ীদের সাথে ডিসির মতবিনিময়


Splash Image

নীলফামারীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম ও সদস্য সচিব মোঃ আক্তার হোসেন বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যের সঙ্গে বিভিন্ন কোম্পানির নির্ধারিত মূল্যের অসামঞ্জস্যতা রয়েছে। এ কারণে মাঠপর্যায়ে বিভ্রান্তি ও ব্যবসায়িক চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি তারা এলপিজি ব্যবসায় মোবাইল কোর্ট পরিচালনা বন্ধের আহ্বান জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামছুল ইসলাম এবং কৃষি বিপণন কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।

এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সদস্য ও ওমেরা গ্যাসের ডিলার বুলু বলেন, বর্তমানে দেশে অনুমোদিত ৩৪টি এলপিজি কোম্পানির মধ্যে মাত্র চার থেকে পাঁচটি কোম্পানি নিয়মিত গ্যাস সরবরাহ করছে। এ পরিস্থিতির মধ্যেও নীলফামারীতে যাতে গ্যাসের সংকট না দেখা দেয়, সে জন্য ডিলাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সভায় জেলা প্রশাসক এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্য বাস্তবায়ন এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...