বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের বাছাই প্রক্রিয়ায় একাডেমিক ফলাফল, শিক্ষকতার অভিজ্ঞতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণিপাঠে দক্ষতা, শিখন-শেখানোর কৌশল, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান এবং নতুন কারিকুলামের সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন সূচকে উৎকর্ষতার স্বাক্ষর রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০২ সালে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিল। এতে শিক্ষার্থীদের পাঠদানে আমার কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে। যাদের সহযোগিতায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি, সবার প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “এই সাফল্যকে পুঁজি করে আমার মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও উজ্জ্বল করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে জলঢাকা উপজেলায় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধান শিক্ষকের এই অর্জন বিদ্যালয়টির সুনামকে আরও একধাপ এগিয়ে নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...