Logo Logo

জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে হা ভোট নির্বাচনের ‌ প্রচারণায় ‌ লিফলেট বিতরন অনুষ্ঠিত


Splash Image

জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে হা ভোটের‌ নির্বাচনের ‌ প্রচারণায় ‌ লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার বিকেলে ‌ হাসিবুল হাসান লাভলু সড়কের ৩৬ জুলাই চত্বরে ‌ উক্ত কর্মসূচি পালিত হয় ‌।

এ সময় উপস্থিত ছিলেন ‌জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা ‌আহ্বায়ক ‌ জুনায়েদ মাহমুদ সদস্য সচিব ‌ সাইম হোসেন ‌মুখ্য সংগঠক ‌ মোহাম্মদ রাকিবুল ইসলাম, ১ নং যুগ্ম আহবায়ক ‌মোঃ সোহেল সরদার

যুগ্ন সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত ‌,যুগ্ম সদস্য সচিব ‌এনামুল হক দুলাল, যুগ্ন সদস্য সচিব সায়েম ইসলাম ‌।মোহাম্মদ তুষার বেপারী

এ সময় তারা গণভোটে ‌ হ্যাঁ ভোট দেওয়ার জন্য ‌ সর্বস্তরের জনগণের প্রতি ‌‌ আহ্বান জানান।‌ এ সময় তারা বলেন ‌ হা ভোট জয়যুক্ত হলে ‌ দেশে সন্ত্রাস ‌, চাঁদাবাজ ‌ দুর্নীতি চিরতরে ‌ নির্মূল করা সম্ভব হবে।২৪ এর গণঅভ্যুত্থানে ‌ ‌ সাধারণ মানুষ যে প্রত্যাশা করেছিল ‌ তা বাস্তবায়ন করতে হবে। ‌ এজন্য সর্বস্তরের জনগণকে হা ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ‌ আহ্বান জানান । ‌ এরপর ‌ সাধারণ জনগণের মধ্যে। লিফলেট বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা ‌ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...