বিজ্ঞাপন
মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার এবং নূরানী গেট এলাকায় রাস্তার পাশে ও খোলা জায়গায় থাকা অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদুর রহমান মামুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ জানান, জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় সমাজের অবহেলিত ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই তদারকি ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “তীব্র শীতে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
ইউএনও আরও জানান, মঙ্গলবার রাতে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তবে এই কার্যক্রম নতুন নয়; শীতের শুরু থেকেই জেলার এতিমখানা, ছিন্নমূল এলাকা, আবাসন প্রকল্প, হাসপাতাল এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এ পর্যন্ত প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
হাড়কাঁপানো শীতে জেলা প্রশাসনের এই উষ্ণ পরশ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নিম্নআয়ের মানুষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা থাকা পর্যন্ত এই ধারাবাহিক বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...