Logo Logo

সাতক্ষীরায় অস্ত্র ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

সাতক্ষীরায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানকালে তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— পলাশপোল এলাকার মো. আমিনুল সরদারের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০)।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক প্রেস নোটে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত দেশীয় অস্ত্র ও লাঠি ব্যবহার করে সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিল। ইয়াসিন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের ফলে এই অঞ্চলে মাদকের বিস্তার ও সম্ভাব্য বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রেস নোটে আরও উল্লেখ করা হয়, এই অভিযানের মাধ্যমে মাদক দমনে সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে। সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...