Logo Logo

নীলফামারীতে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো. আব্দুল মালেক


Splash Image

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নীলফামারী জেলা ও কিশোরগঞ্জ উপজেলা পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মালেক। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বেগম খালেদা জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


একাডেমিক ফলাফল, শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শিতা এবং নতুন কারিকুলামের সঠিক প্রয়োগসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বাছাই প্রক্রিয়া শেষে তাঁকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) এক সরেজমিন সাক্ষাতে অধ্যক্ষ আব্দুল মালেক তাঁর অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি জানান, ২০০২ সালে প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর বিদ্যালয়ের নামের কারণে নানা জটিলতার সম্মুখীন হয়েছি, কিন্তু বিদ্যালয়ের সুনাম বজায় রাখতে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। আজকের এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমাদের সবার।”

মঙ্গা পীড়িত এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি জানান, এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রয়েছেন।

অধ্যক্ষ আব্দুল মালেক রংপুর কারমাইকেল কলেজ থেকে ইসলামের ইতিহাস বিষয়ে এম.এ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তাঁর নৈতিকতা, পাঠদান কৌশল এবং অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন।

জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বেগম খালেদা জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীদের অভিভাবকরাও তাঁর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা জানান, আব্দুল মালেকের সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও নৈতিকতার দিক থেকে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...