Logo Logo

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হলো ইরানের আকাশসীমা


Splash Image

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় কয়েক ঘণ্টার জন্য নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রাখার পর আবারও তা উন্মুক্ত করে দিয়েছে ইরান। প্রায় পাঁচ ঘণ্টার এই নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে কয়েক ডজন এয়ারলাইনসকে তাদের ফ্লাইট বাতিল, বিলম্বে পরিচালনা কিংবা আকাশপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে।


বিজ্ঞাপন


বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম বিকেল ৫টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২১৫) ইরান হঠাৎ করেই সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়। যদিও সরকারি অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার ২৪' জানিয়েছে, ইস্টার্ন টাইম রাত ১০টার কিছু আগে (গ্রিনিচ মান সময় ০৩০০) সংশ্লিষ্ট নোটিশটি প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইনসের ৫টি ফ্লাইট উড্ডয়নের মাধ্যমে আকাশপথ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়।

ফ্লাইটরাডার ২৪-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইরান আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগের সপ্তাহে ওই একই সময়ে ইরানের আকাশপথে ডজনখানেক বাণিজ্যিক বিমান চলাচল করছিল। ফলে এই আকস্মিক সিদ্ধান্তে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থায় এক ধরণের বিশৃঙ্খলা তৈরি হয় এবং তাৎক্ষণিক প্রভাব অনুভূত হয়।

ইরানে বর্তমানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী ধরনের পদক্ষেপ নিতে পারেন বা সামরিক কোনো হস্তক্ষেপ করবেন কি না—তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সামরিক অভিযানের আগাম আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরান এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল।

বর্তমানে ইরানের আকাশপথ আবারও সচল হলেও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তজনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ কাটেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...