Logo Logo

সালথায় ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খাগৈড় গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মামুন সরকার।

অভিযানকালে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার অপরাধে সাহেব আলী শেখ (৩৬) ও মো. তামিম মাতুব্বর (২৫)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, সালথা উপজেলার খাগৈড় গ্রাম এলাকায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দোষীদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনটি অকেজো করা হয় এবং প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়।

মো. মামুন সরকার বলেন, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...