বিজ্ঞাপন
জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবার ব্রত নিয়ে দীর্ঘ দিন ধরে শিক্ষা ও ক্যাডেট প্রশিক্ষণকে এগিয়ে নিচ্ছেন মোঃ ওমর ফারুক। এটি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের এক বিশাল অর্জন।
উল্লেখ্য যে, এই নিয়ে তিনি টানা চারবার (২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে) রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। তাঁর এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের মাঝে আনন্দের জোয়ার বইছে।
মোঃ ওমর ফারুক বর্তমানে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন ‘বি' কোম্পানির নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সাল থেকে শিক্ষকতার পাশাপাশি বিএনসিসিতে অতিরিক্ত এই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছেন তিনি। পেশাগত উৎকর্ষ সাধনে তিনি বিএনসিসি অধিদপ্তর কর্তৃক নির্দেশিত ১৯টি বিশেষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
শিক্ষকতা ও বিএনসিসি পরিচালনার পাশাপাশি মোঃ ওমর ফারুক বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ। তিনি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। বিশেষ করে রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’, পরিবেশ বিষয়ক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহযোগিতা’ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সংগঠনের মাধ্যমে তিনি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মোঃ ওমর ফারুকের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি নীলফামারী জেলার শিক্ষা ও ক্যাডেট প্রশিক্ষণের ক্ষেত্রে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...