বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই দাবি আদায়ে রাজপথে নামেন।
সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় একত্রিত হয়ে শহরের বায়তুল আমান এলাকায় রেলপথ ব্লকেড (অবরোধ) করার প্রস্তুতি নেন। তবে জনদুর্ভোগ এড়াতে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাঁদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আজকের জন্য রেলপথ অবরোধের কর্মসূচি স্থগিত করেন।
রেলপথ অবরোধ স্থগিত করার পর শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা তাঁদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমান কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাবির অধিভুক্তির ফলে কলেজটির পূর্ণাঙ্গ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, আগামী ৩ কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বতন্ত্র ইনস্টিটিউট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...