বিজ্ঞাপন
সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান লেবু মিয়ার ভাই মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গোলাম মোস্তফা (জি এম), প্রাক্তন অধ্যক্ষ ফিরোজ খান, গভর্নিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য তাজিম, গভর্নিং কমিটির সদস্য সামছুল হক মিয়া এবং কাশিয়ানী আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্র বুলবুল মিয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরেন। ১৯৯৪ সালে এক নিভৃত পল্লীতে প্রতিষ্ঠিত এই কলেজটি বর্তমানে জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম। বক্তারা জানান, পরীক্ষার ফলাফলের গুণগত মানে কলেজটি ইতিমধ্যে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...