Logo Logo

ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে, খামেনিকে সরানোর ইঙ্গিত ট্রাম্পের


Splash Image

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের ঘটনায় দেশটিতে নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিজ্ঞাপন


শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।” বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালানোর জন্য খামেনির তীব্র সমালোচনা করে তিনি বলেন, একটি দেশের নেতা হিসেবে খামেনি যা করেছেন, তা দেশটির জন্য কেবল ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি।

নেতৃত্বের ধরন নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প ইরানের বর্তমান শাসকদের মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার দিকে নজর দিতে বলেন। তিনি বলেন, নেতৃত্ব হলো শ্রদ্ধার বিষয়, ভয় বা মৃত্যুর বিষয় নয়। নিজের দেশের ওপর নিয়ন্ত্রণ রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। নেতাদের উচিত দেশের সঠিক পরিচালনার দিকে মনোযোগ দেওয়া।

এদিকে, ট্রাম্পের এই মন্তব্যের আগেই তাঁর কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে একজন ‘অপরাধী’ হিসেবে অভিহিত করে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্টই ইরানের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন। খামেনির মতে, এই অস্থিরতার নেপথ্যে ট্রাম্পের ইন্ধন রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভ শুরু হয়, যা গত ৮ ও ৯ জানুয়ারি ব্যাপক সহিংস রূপ ধারণ করে। ইরানের নিরাপত্তা বাহিনী এই বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নেয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই রক্তক্ষয়ী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত তিন হাজার মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ইরানের বর্তমান পরিস্থিতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই পাল্টাপাল্টি বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ট্রাম্পের এমন সরাসরি মন্তব্যকে বিশ্লেষকরা ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রতি প্রকাশ্য সমর্থন হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...