বিজ্ঞাপন
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারীতে নির্বাচনী প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমে অংশ নিতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল এই মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিবিড়ভাবে যাচাই-বাছাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চীন চূড়ান্ত সম্মতি দিলেই দেশের সর্ববৃহৎ এই উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণে বৈপ্লবিক পরিবর্তন আসবে। একইসঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশা পূরণের পথ সুগম হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কেবল সরকারের একার দায়িত্ব নয়। এক্ষেত্রে সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ এবং সচেতন ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে তিনি সড়কপথে নীলফামারী জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি দিনব্যাপী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে আয়োজিত বিভিন্ন প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...