বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ জানুয়ারি (রবিবার) শহরের জনবহুল অনাথের মোড় এলাকায় এক ব্যক্তিকে পথরোধ করে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় ছিনতাইয়ের দৃশ্যটি ভিডিও ফুটেজে ধরা পড়ে এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা (মামলা নং-৭৩) দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত আফ্রিদিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আফ্রিদি ফরিদপুর শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ‘দৈনিক ভোরের বাণী’-কে বলেন, “গ্রেপ্তার হওয়া আফ্রিদি সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে বর্তমানে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”
শহরের প্রাণকেন্দ্রে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও মূল অভিযুক্তকে গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...