Logo Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নীলফামারীর চার আসনে লড়ছেন ২৭ প্রার্থী


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী। বুধবার (২১ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিটি আসনেই প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীরাও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন।


বিজ্ঞাপন


নীলফামারী-১ (ডোমার-ডিমলা): এই আসনে সর্বোচ্চ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর আব্দুস সাত্তার, জাতীয় পার্টির তছলিম উদ্দিন, ন্যাপের জেবেল রহমান গণি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, জেপির মখদুম আজম মাশরাফী, বাসদ (মার্কসবাদী) প্রার্থী রফিকুল ইসলাম এবং বিএনএফের সিরাজুল ইসলাম।

নীলফামারী-২ (সদর): সদর আসনে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ছয়জন প্রার্থী। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং জামায়াতে ইসলামীর মো. আলফারুক আব্দুল লতিফ। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিশের মো. সারোয়ারুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাসিবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজুল ইসলাম এবং বিএনএফের মো. সিরাজুল ইসলাম।

নীলফামারী-৩ (জলঢাকা): জলঢাকা আসনে নির্বাচনী মাঠে টিকে আছেন চারজন প্রার্থী। তারা হলেন— বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মো. ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পার্টির রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন (সরকার)।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ): এই আসনে মোট নয়জন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন— বিএনপির মো. আব্দুল গফুল সরকার, জামায়াতের মো. আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম, ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মাইদুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর রওশন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন রিয়াদ আরফান সরকার, এস. এম. মামুনুর রশিদ ও জোয়াদুর রহমান হীরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকেই জেলাজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে উত্তরের এই জনপদে বইছে উৎসবমুখর পরিবেশ। প্রশাসন থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...